Jodi Baron Karo

যদি বারণ কর তবে গাহিব না
যদি বারণ কর তবে গাহিব না
যদি শরম লাগে মুখে চাহিব না
যদি বারণ কর তবে গাহিব না

যদি বিরলে মালা গাঁথা
সহসা পায় বাধা
বিরলে মালা গাঁথা
সহসা পায় বাধা
তোমার ফুলবনে যাইব না

যদি বারণ কর তবে গাহিব না

যদি থমকি থেমে যাও পথমাঝে
আমি চমকি চলে যাব আন কাজে
যদি থমকি থেমে যাও পথমাঝে
আমি চমকি চলে যাব আন কাজে

যদি তোমার নদীকূলে ভুলিয়া ঢেউ তুলে
তোমার নদীকূলে ভুলিয়া ঢেউ তুলে
আমার তরীখানি বাহিব না

যদি বারণ কর তবে গাহিব না
যদি বারণ কর তবে গাহিব না
যদি শরম লাগে মুখে চাহিব না
যদি বারণ কর তবে গাহিব না



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link