Mori Lo Mori

পরিব্রাজায় নরেন্দ্রনাথ বেরিয়েছেন
দেখছেন সর্বত্র দেশবাসীর দুঃখ-দুর্দশা, অশ্রুময় ভারতকে
শরীরও তেমন ভালো নেই

১৮৮৮ সালে ঘুরতে ঘুরতে বারানসিতে এসেছেন
হঠাত দেখা ক্ষিতিমোহন সেনের সঙ্গে
এক মুখ দাড়ি, পরনে গেরুয়া বসন
চোখ দু'টি নীল আকাশের মতো শান্ত
ক্ষিতিমোহন সেন দেখেই চিনতে পেরেছেন
এই তরুণ সন্ন্যাসীকে

একসময় ব্রাহ্মসমাজে নরেন্দ্রর কত গান শুনেছেন
তখন নরেন্দ্রকে দেখেছেন ধুতি-চাদরে
মাঝখানে সিঁথি করা চুল
সেন মশাই নরেন্দ্রকে একটি গান শোনাতে
সবিনয়ে অনুরোধ জানালেন

ক্ষিতিমোহন সেন মুগ্ধ হয়ে অমৃতসুধা পান করলেন
আনন্দ থেকে আমাদের সৃষ্টি, আনন্দেই স্থিতি
আবার আনন্দেই লীন হয়ে যায়

ভারতবর্ষের এই সনাতন বোধে
অনুপ্রাণিত রবীন্দ্রনাথ, অনুপ্রাণিত বিবেকানন্দ
দু'জন একই পথের পথিক
সে পথ সঙ্গীতের, সে পথ দর্শনের, উচ্চমার্গের, চিন্তার
সর্বোপরি আনন্দের

মরি লো মরি, আমায় বাঁশিতে ডেকেছে কে?
মরি লো মরি, আমায় বাঁশিতে ডেকেছে কে?
ভেবেছিলেম ঘরে রব, কোথাও যাব না
ভেবেছিলেম ঘরে রব, কোথাও যাব না
ওই যে বাহিরে বাজিল বাঁশি, বলো কী করি
ওই যে বাহিরে বাজিল বাঁশি, বলো কী করি
আমায় বাঁশিতে ডেকেছে কে?

শুনেছি কোন কুঞ্জবনে যমুনাতীরে
সাঁঝের বেলায় বাজে বাঁশি ধীর সমীরে
শুনেছি কোন কুঞ্জবনে যমুনাতীরে
সাঁঝের বেলায় বাজে বাঁশি ধীর সমীরে
ওগো, তোরা জানিস যদি
আমায় পথ বলে দে
আমায় বাঁশিতে ডেকেছে কে?

দেখি গে তার মুখের হাসি
তারে ফুলের মালা পরিয়ে আসি
দেখি গে তার মুখের হাসি
তারে ফুলের মালা পরিয়ে আসি
দেখি গে তার মুখের হাসি
তারে বলে আসি, "তোমার বাঁশি
আমার প্রাণে বেজেছে"
আমায় বাঁশিতে ডেকেছে কে?

মরি লো মরি, আমায় বাঁশিতে ডেকেছে কে?
মরি লো মরি, আমায় বাঁশিতে ডেকেছে কে?



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link