Ajkal Chokheri Patay

আজকাল চোখেরই পাতায় ছবি আঁকি
আজকাল চোখেরই পাতায় ছবি আঁকি
তোর বোনা চাদরে স্বপ্নগুলো ঢাকি
তোর বোনা চাদরে স্বপ্নগুলো ঢাকি

খুঁজি অলিগলিতে, ভোরে ফোটা কলিতে
মুঠো করে বুকেতে রাখি

রোদ গূঢ় সকালে শিষ তোলা কোকিলে
গানেতে তোকেই খুঁজি, গানেতে তোকেই খুঁজে
পিচ গলা পথে মেলা ঘেরা রথের
ভিড়েতে তোকেই খুঁজি, ভিড়েতে তোকেই খুঁজি

আজকাল চার কুঠুরি হিয়ায় তোকে রাখি
আজকাল চার কুঠুরি হিয়ায় তোকে রাখি
জানি তুই এই পাঁজরে রাখা মনের পাখি
জানি তুই এই পাঁজরে রাখা মনের পাখি

রেখে হাত তোর হাতে খুঁজি তোকে দিনরাতে
তুই ছাড়া এ মন ফাঁকি

রোদ মোড়া বিকেলে gramophone-এর সকালে
সুরেতে তোকেই খুঁজি, সুরেতে তোকেই খুঁজি
আধভেজা বরষায় না রাখা ভরসায়
মনেতে তোকেই খুঁজি, মনেতে তোকেই খুঁজি

আজকাল না ঘুমেরই দেশে তোকে ডাকি
আজকাল না ঘুমেরই দেশে তোকে ডাকি
জানি তুই মন কলমের অলস আঁকিবুকি
জানি তুই মন কলমের অলস আঁকিবুকি

রেখে চোখ তোর চোখে খুঁজে পাবো একলা বুকে
ভালোবাসায় ভরসা রাখি



Credits
Writer(s): Baidyanath Dash
Lyrics powered by www.musixmatch.com

Link