Dip Nibe Gechhe

দীপ নিবে গেছে মম নিশীথসমীরে
দীপ নিবে গেছে মম
ধীরে ধীরে এসে তুমি যেয়ো না গো ফিরে
দীপ নিবে গেছে মম

এ পথে যখন যাবে
আঁধারে চিনিতে পাবে
এ পথে যখন যাবে
আঁধারে চিনিতে পাবে
রজনীগন্ধার গন্ধ ভরেছে মন্দিরে
ধীরে ধীরে এসে তুমি যেয়ো না গো ফিরে

দীপ নিবে গেছে মম

আমারে পড়িবে মনে কখন সে লাগি
প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি
আমারে পড়িবে মনে কখন সে লাগি
প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি

ভয় পাছে শেষ রাতে
ঘুম আসে আঁখিপাতে
ভয় পাছে শেষ রাতে
ঘুম আসে আঁখিপাতে
ক্লান্ত কণ্ঠে মোর সুর ফুরায় যদি রে
ধীরে ধীরে এসে তুমি যেয়ো না গো ফিরে

দীপ নিবে গেছে মম নিশীথসমীরে
দীপ নিবে গেছে মম
ধীরে ধীরে এসে তুমি যেয়ো না গো ফিরে
দীপ নিবে গেছে মম



Credits
Writer(s): Srabani Sen, Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link