Coronar Paroyana

জট পড়া দুনিয়াটা জটিল আবর্তে
ফুর্তি ফুসরতহীন
সমন দুয়ারে এসে থমকে দাঁড়িয়ে আছে
প্রতিক্ষা অন্তহীন

জট পড়া দুনিয়াটা জটিল আবর্তে
ফুর্তি ফুসরতহীন
সমন দুয়ারে এসে থমকে দাঁড়িয়ে আছে
প্রতিক্ষা অন্তহীন

পাতাঝরা মরশুমে আজ বিষে ভারী চেনা চারপাশ
করোনার পরোয়ানায় সর্বনাশ
পাতাঝরা মরশুমে আজ বিষে ভারী চেনা চারপাশ
করোনার পরোয়ানায় সর্বনাশ

দেয়ালে ঠেকলে পিঠ ঘুরে দাঁড়ানোই মূল মন্ত্র
দেয়ালে ঠেকলে পিঠ ঘুরে দাঁড়ানোই মূল মন্ত্র
স্বেচ্ছানির্বাসন আজ বড়ো প্রয়োজন
সবার জন্য হই সবার থেকে স্বতন্ত্র

পাতা ঝরা মরশুমে আজ বিষে ভারী চেনা চারপাশ
করোনার পরোয়ানায় সর্বনাশ
পাতা ঝরা মরশুমে আজ বিষে ভারী চেনা চারপাশ
করোনার পরোয়ানায় সর্বনাশ

কেন এ সংকট? কেন নিষ্ঠুর এ অভিশাপ?
কেন এ সংকট? কেন নিষ্ঠুর এ অভিশাপ?
পৃথিবী, চাইছি ক্ষমা, মানুষকে একবার করো মাফ

আজ দিন সংযমের, আজ দিন প্রার্থনার
আজ দিন ভরসা রাখার, অপেক্ষার
আজ দিন যুদ্ধের কাটাতে অন্ধকার
আজ দিন ভরসা রাখার, অপেক্ষার

আছে প্রত্যয় মনেতে, ভাঙবে এই বন্ধ দ্বার
আমরা করবোই জয় বারবার
চলো একসাথে নিয়ে দৃঢ় অঙ্গীকার
নতুন একটা ভোর আনবো আবার



Credits
Writer(s): Madhuri Dey, Mainak Sinha
Lyrics powered by www.musixmatch.com

Link