Nibiro Ghono Adhare

নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা
মন রে মোর, পাথারে হোস নে দিশেহারা
নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা
মন রে মোর, পাথারে হোস নে দিশেহারা
নিবিড় ঘন আঁধারে

বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধ না করিয়ো গান
বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধ না করিয়ো গান
সফল করি তোলো প্রাণ টুটিয়া মোহকারা
মন রে মোর, পাথারে হোস নে দিশেহারা

নিবিড় ঘন আঁধারে

রাখিয়ো বল জীবনে, রাখিয়ো চির-আশা
শোভন এই ভুবনে রাখিয়ো ভালোবাসা
রাখিয়ো বল জীবনে, রাখিয়ো চির-আশা
শোভন এই ভুবনে রাখিয়ো ভালোবাসা

সংসারের সুখে দুখে চলিয়া যেয়ো হাসিমুখে
সংসারের সুখে দুখে চলিয়া যেয়ো হাসিমুখে
ভরিয়া সদা রেখো বুকে তাঁহারি সুধাধারা
মন রে মোর, পাথারে হোস নে দিশেহারা

নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা
মন রে মোর, পাথারে হোস নে দিশেহারা
নিবিড় ঘন আঁধারে



Credits
Writer(s): Kudsi Erguner, Philippe Eidel, Zadeh Mahmoud Tabrizi, Djamchid Chemirani, Kim Menzer, Rabindranath Tagore, Toshiyuki Tsuchitori
Lyrics powered by www.musixmatch.com

Link