Na Hoy Tomar Ja Hoyechhe

নাহয় তোমার যা হয়েছে তাই হল

চল রে সোজা বীণার তারে ঘা দিয়ে
ডাইনে বাঁয়ে দৃষ্টি তোমার না দিয়ে
চল রে সোজা বীণার তারে ঘা দিয়ে
চল রে সোজা বীণার তারে ঘা দিয়ে
ডাইনে বাঁয়ে দৃষ্টি তোমার না দিয়ে
চল রে সোজা বীণার তারে ঘা দিয়ে

হারিয়ে চলিস পিছনেরে
সামনে যা পাস কুড়িয়ে নে রে
খেদ কী রে তোর যাই হল
আরো কিছু নাই হল, নাই হল

নাহয় তোমার যা হয়েছে তাই হল
নাহয় তোমার যা হয়েছে তাই হল
আরো কিছু নাই হল, নাই হল, নাই হল
নাহয় তোমার যা হয়েছে তাই হল

চল রে সোজা বীণার তারে ঘা দিয়ে
ডাইনে বাঁয়ে দৃষ্টি তোমার না দিয়ে
চল রে সোজা বীণার তারে ঘা দিয়ে
চল রে সোজা বীণার তারে ঘা দিয়ে
ডাইনে বাঁয়ে দৃষ্টি তোমার না দিয়ে
চল রে সোজা বীণার তারে ঘা দিয়ে

হারিয়ে চলিস পিছনেরে
সামনে যা পাস কুড়িয়ে নে রে
খেদ কী রে তোর যাই হল
আরো কিছু নাই হল, নাই হল

নাহয় তোমার যা হয়েছে তাই হল
নাহয় তোমার যা হয়েছে তাই হল
আরো কিছু নাই হল, নাই হল, নাই হল
নাহয় তোমার যা হয়েছে তাই হল
নাহয় তোমার যা হয়েছে তাই হল



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link