Jotil Songsar

জটিল সংসার
মোচন করিতে গ্রন্থি জড়াইয়া পড়ি বারংবার
গম্য নহে সোজা
দুর্গম পথের যাত্রা স্কন্ধে বহি দুশ্চিন্তার বোঝা
পথে পথে যথাতথা
শত শত কৃত্রিম বক্রতা
অণুক্ষণ
হতাশ্বাস হয়ে শেষে হার মানে মন
জীবনের ভাঙা ছন্দে ভ্রষ্ট হয় মিল
বাঁচিবার উৎসাহ ধূলিতলে লুটায়ে শিথিল
ওগো আশাহারা
শুষ্কতার পরে আনো নিখিলের রসবন্যাধারা
বিরাট আকাশে
বনে বনে ধরণীর ঘাসে ঘাসে
সুগভীর অবকাশ পূর্ণ হয়ে আছে
গাছে গাছে
অন্তহীন শান্তি-উৎসস্রোতে
অন্তঃশীল যে রহস্য আঁধারে আলোতে
তারে সদ্য করুক আহ্বান
আদিম প্রাণের যজ্ঞে মর্মের সহজ সামগান
আত্মার মহিমা যাহা তুচ্ছতায় দিয়েছে জর্জরি
ম্লান অবসাদে,তারে দাও দূর করি
লুপ্ত হয়ে যাক শূন্যতলে
দ্যুলোকের ভূলোকের সন্মিলিত মন্ত্রণার বলে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link