Morichika

অস্পষ্ট হচ্ছে পৃথিবীর অনুভূত স্বপ্নে মরীচিকা পড়ে পড়ে
দুষ্প্রাপ্য ক্ষুধাবোধ জেগে আবার ডুব দেয় আঁধারের কালো জলে
স্বার্থের অপমৃত্যুতে জীবন হয়েছে আজ অসমভুজের মতো
চন্দ্র বুক অমাবস্যার সূচনা তাই এই অসময়ের অণুপ্রান্তে
সঞ্চারিত হয় স্মৃতির উঠোন জুড়ে ব্যথিত বেদনার ঘোলা জল
কিছু শুকনো স্মৃতির পাতা ভিজে যায় সে জলে

আমি ছুঁয়ে দেখি
নিষ্কলঙ্ক বহুরূপতা আজ আবিস্কার করি কলঙ্কের এক রূপে
দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঘৃণা করি, তবু ভেতরে ভালোবাসা পুঞ্জীভূত
ক্ষণে ক্ষণে ত্যাজ্য করেছি নিজেই নিজের মনকে অসংখ্যবার
তবু এই মুক্ত কারাগারে বন্দি রয়ে গেছি নিজেরই অজান্তে



Credits
Writer(s): Sabbir H. Howlader
Lyrics powered by www.musixmatch.com

Link