Iccher Sathe

সংগত কারণ কিংবা উপলক্ষের বাইরে হঠাৎ
সদ্য জন্ম নেয়া ইচ্ছের সাথে কথা বলি একান্তে
আমি স্বাধীন নাকি পরাধীন? প্রশ্ন জেগে উঠে মনে
অদ্ভুত তাড়নায় অস্থির হয়ে উঠে হৃৎপিণ্ডের মধ্যভাগ

আমি ক্লান্ত নই, তবুও ক্লান্তির ছায়ায় আমি নিবিষ্ট
আক্ষেপে কেটে যাচ্ছে কাল, ক্রমন্বয়ে ঘড়ির কাঁটা
দিগ্বিদিক দুরন্ত, দুর্বার শুধু আমার চোখে নীরবতা
শূন্য আকাশে যেন ফাটা বুকে মেলে আছে ডানা
নিভে গেছে দীপ, থেমে গেছে সব পূজা-আরাধনা

ক্ষণজন্মা শিশিরের হয়েছে মৃত্যু, শোকে কাঁদে না কেউ আর
উপলব্ধির আবাসে ঢুকেছে ছেঁড়া মেঘ, আলো নেই
কোথাও কি আলো আছে? নাকি সবই অন্ধকার?
তবে কি সূর্য হয়েছে মিথ্যে? নাকি সেও পলাতক?

উড়ে চলা পাখি নেই কোথাও, ফুলগুলো সব মৃত
ব্যর্থ হয় স্পর্শের অভিলাষ, দু'হাতে জড়ানো বেড়ি
ঘুরছি চক্রাকারে, বুঝিনি এই আমি এত দিনেও
পালানোর পথ নেই, চারিদিকে পুরোনো ইচ্ছের লাশ



Credits
Writer(s): Sabbir H. Howlader
Lyrics powered by www.musixmatch.com

Link