Amar Akash Aaloy

আমার আকাশ আলোয় ভরা
সোনালি স্বপ্ন পাখি হয়ে উড়ে বেড়ায়
কী ছন্দে, আনন্দে
ভালোবাসার রৌদ্রঝরা
আমার আকাশ আলোয় ভরা

সোনালি স্বপ্ন পাখি হয়ে উড়ে বেড়ায়
কী ছন্দে, আনন্দে
ভালোবাসার রৌদ্রঝরা
আমার আকাশ আলোয় ভরা

ওড়ার মানে পাখিই জানে
তাই সে জানায় গানে গানে

ওড়ার মানে পাখিই জানে
তাই সে জানায় গানে গানে

কী কথার কবিতা মুখরিত
সুরে সুরে স্বয়ম্বরা

আমার আকাশ আলোয় ভরা

সুদূর তাকে কোথায় ডাকে
ডানায় খুশির ছবি আঁকে

সুদূর তাকে কোথায় ডাকে
ডানায় খুশির ছবি আঁকে

কী আবেশ জড়ানো অনুভবে
সারাবেলা মুগ্ধ করা

আমার আকাশ আলোয় ভরা
সোনালি স্বপ্ন পাখি হয়ে উড়ে বেড়ায়
কী ছন্দে, আনন্দে
ভালোবাসার রৌদ্রঝরা
আমার আকাশ আলোয় ভরা



Credits
Writer(s): Tarun Singha
Lyrics powered by www.musixmatch.com

Link