Ek Sutre Badhiyachhi

এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন
এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন
বন্দে মাতরম, বন্দে মাতরম
এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন

আসুক সহস্র বাধা, বাধুক প্রলয়
আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়
আসুক সহস্র বাধা, বাধুক প্রলয়
আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়
আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়
বন্দে মাতরম, বন্দে মাতরম

এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন

আমরা ডরাইব না ঝটিকা-ঝঞ্ঝায়
আমরা ডরাইব না ঝটিকা-ঝঞ্ঝায়
অযুত তরঙ্গ বক্ষে সহিব-হেলায়
অযুত তরঙ্গ বক্ষে সহিব-হেলায়

টুটে তো টুটুক এই নশ্বর জীবন
টুটে তো টুটুক এই নশ্বর জীবন
তবু না ছিঁড়িবে কভু এ দৃঢ় বন্ধন
তবু না ছিঁড়িবে কভু এ দৃঢ় বন্ধন
বন্দে মাতরম, বন্দে মাতরম

এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন
এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন
বন্দে মাতরম, বন্দে মাতরম
এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link