Bristi Mokho

বৃষ্টিমুখর শ্রাবণ সন্ধ্যায়

বৃষ্টিমুখর শ্রাবণ সন্ধ্যায়
ভিজে গেল দৃষ্টি চোখের
বৃষ্টিমুখর শ্রাবণ সন্ধ্যায়
শুনি রিমঝিম রিমঝিম রিমঝিম

আকাশ ঢাকা কালো মেঘে
ঝড়ো হাওয়ায় আলো নেভে
ও, আকাশ ঢাকা কালো মেঘে
ঝড়ো হাওয়ায় আলো নেভে
সে কেন নেই কাছে আমার
আঁধারে যে আলো দেবে
শূন্য মনের কোণে কল্পনা যায় বোনে
এমনই দিন ছিল তো সুখের

বৃষ্টিমুখর শ্রাবণ সন্ধ্যায়
ভিজে গেল দৃষ্টি চোখের
বৃষ্টিমুখর শ্রাবণ সন্ধ্যায়
শুনি রিমঝিম রিমঝিম রিমঝিম

কত ছবি চোখে ভাসে
হারানো সুর মনে আসে
ও, কত ছবি চোখে ভাসে
হারানো সুর মনে আসে
অতীতে চাই ফিরে ফিরে
বিরহের এই অবকাশে
একাকী এই মনে রিমঝিমঝিম শ্রাবণে
স্মৃতিব্যথা বড়ো যে দুঃখের

বৃষ্টিমুখর শ্রাবণ সন্ধ্যায়
ভিজে গেল দৃষ্টি চোখের
বৃষ্টিমুখর শ্রাবণ সন্ধ্যায়
শুনি রিমঝিম রিমঝিম রিমঝিম



Credits
Writer(s): Dilip Roy, Priyo Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link