Oi Bujhi Kalbaishakhi

ওই বুঝি, ওই বুঝি কালবৈশাখী
সন্ধ্যা-আকাশ দেয় ঢাকি
ওই বুঝি, ওই বুঝি কালবৈশাখী
সন্ধ্যা-আকাশ দেয় ঢাকি
ওই বুঝি, ওই বুঝি কালবৈশাখী

ভয় কী রে, তোর ভয় কারে
দ্বার খুলে দিস চারধারে
ভয় কী রে, তোর ভয় কারে
দ্বার খুলে দিস চারধারে
শোন দেখি ঘোর হুংকারে
শোন দেখি ঘোর হুংকারে
নাম তোরই ওই যায় ডাকি

ওই বুঝি, ওই বুঝি কালবৈশাখী
সন্ধ্যা-আকাশ দেয় ঢাকি
ওই বুঝি, ওই বুঝি কালবৈশাখী

তোর সুরে আর তোর গানে
দিস সাড়া তুই ওর পানে
তোর সুরে আর তোর গানে
দিস সাড়া তুই ওর পানে

যা নড়ে তায় দিক নেড়ে
যা যাবে তা যাক ছেড়ে
যা নড়ে তায় দিক নেড়ে
যা যাবে তা যাক ছেড়ে
যা ভাঙা তাই ভাঙবে রে
যা রবে তাই থাক বাকি

ওই বুঝি, ওই বুঝি কালবৈশাখী
সন্ধ্যা-আকাশ দেয় ঢাকি
ওই বুঝি, ওই বুঝি কালবৈশাখী

তোর সুরে আর তোর গানে
দিস সাড়া তুই ওর পানে
তোর সুরে আর তোর গানে
দিস সাড়া তুই ওর পানে

যা নড়ে তায় দিক নেড়ে
যা যাবে তা যাক ছেড়ে
যা নড়ে তায় দিক নেড়ে
যা যাবে তা যাক ছেড়ে
যা ভাঙা তাই ভাঙবে রে
যা রবে তাই থাক বাকি

ওই বুঝি, ওই বুঝি কালবৈশাখী
সন্ধ্যা-আকাশ দেয় ঢাকি
ওই বুঝি, ওই বুঝি কালবৈশাখী
ওই বুঝি কালবৈশাখী
ওই বুঝি কালবৈশাখী
ওই বুঝি কালবৈশাখী



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link