Jago Jago Re

জাগো জাগো রে জাগো সঙ্গীত
জাগো জাগো রে জাগো সঙ্গীত
চিত্ত অম্বর কর তরঙ্গিত
নিবিড়নন্দিত প্রেমকম্পিত হৃদয়কুঞ্জবিতানে

জাগো জাগো রে জাগো সঙ্গীত
জাগো জাগো রে জাগো সঙ্গীত
চিত্ত অম্বর কর তরঙ্গিত
নিবিড়নন্দিত প্রেমকম্পিত হৃদয়কুঞ্জবিতানে

জাগো জাগো রে জাগো সঙ্গীত
জাগো জাগো রে জাগো সঙ্গীত

মুক্তবন্ধন সপ্তসুর তব করুক বিশ্ববিহার
মুক্তবন্ধন সপ্তসুর তব করুক বিশ্ববিহার
সূর্যশশিনক্ষত্রলোকে করুক হর্ষ প্রচার
সূর্যশশিনক্ষত্রলোকে করুক হর্ষ প্রচার

তানে তানে প্রাণে প্রাণে গাঁথো নন্দনহার
তানে তানে প্রাণে প্রাণে গাঁথো নন্দনহার
পূর্ণ কর রে গগন-অঙ্গন
পূর্ণ কর রে গগন-অঙ্গন তাঁর বন্দনগানে

জাগো জাগো রে জাগো সঙ্গীত
জাগো জাগো রে জাগো সঙ্গীত
চিত্ত অম্বর কর তরঙ্গিত
নিবিড়নন্দিত প্রেমকম্পিত হৃদয়কুঞ্জবিতানে

জাগো জাগো রে জাগো সঙ্গীত
জাগো জাগো রে জাগো সঙ্গীত



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link