Apon Kaje Achol

আপন কাজে অচল হলে
চলবে না রে, চলবে না
অলস স্তুতিগানে তাঁর আসন
টলবে না রে, টলবে না
চলবে না রে, চলবে না

আপন কাজে অচল হলে
চলবে না রে, চলবে না
অলস স্তুতিগানে তাঁর আসন
টলবে না রে, টলবে না
চলবে না রে, চলবে না

হল যদি তোর না হয় সচল
বিফল হবে জলদ-জল
হল যদি তোর না হয় সচল
বিফল হবে জলদ-জল

উষর ভূমে সোনার ফসল
ফলবে না রে, ফলবে না
অলস স্তুতিগানে তাঁর আসন
টলবে না রে, টলবে না
চলবে না রে, চলবে না

সবাই আগে যায় যে চলে
বসে আছিস তুই কী বলে
এখন নোঙর বেঁধে স্রোতের জলে
তরী তোর চলবে না রে, চলবে না

সবাই আগে যায় যে চলে
বসে আছিস তুই কী বলে
এখন নোঙর বেঁধে স্রোতের জলে
তরী তোর চলবে না রে, চলবে না

তীরের বাঁধন দে রে খুলি
ভেসে যা তুই পালটি তুলি
তীরের বাঁধন দে রে খুলি
ভেসে যা তুই পালটি তুলি
দিক যদি তুই না যাস ভুলি
বিধি তোরে ছলবে না রে, ছলবে না
চলবে না রে, চলবে না

আপন কাজে অচল হলে
চলবে না রে, চলবে না
অলস স্তুতিগানে তাঁর আসন
টলবে না রে, টলবে না
চলবে না রে, চলবে না

আপন কাজে অচল হলে
চলবে না



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link