Tomari Tore Maa

তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ
তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ
তোমারি শোকে এ আঁখি বরষিবে
এ বীণা তোমারি গাহিবে গান
তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ
তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ

যদিও এ বাহু অক্ষম দুর্বল
তোমারি কার্য সাধিবে
যদিও এ অসি কলঙ্কে মলিন
তোমারি পাশ নাশিবে

তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ
তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ

যদিও, হে দেবী, শোণিতে আমার
কিছুই তোমার হবে না
তবু, ওগো মাতা, পারি তা ঢালিতে
একতিল তব কলঙ্ক ক্ষালিতে
নিভাতে তোমার যাতনা

যদিও, হে দেবী, শোণিতে আমার
কিছুই তোমার হবে না
তবু, ওগো মাতা, পারি তা ঢালিতে
একতিল তব কলঙ্ক ক্ষালিতে
নিভাতে তোমার যাতনা

যদিও, জননী, যদিও আমার
এ বীণায় কিছু নাহিক বল
কী জানি যদি, মা, একটি সন্তান
জাগি উঠে শুনি এ বীণাতান

তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ
তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link