Sokol Gorbo Dur Kori

সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না
সবারে ডাকিয়া কহিব যে দিন, পাব তব পদরেণুকণা
সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না

তব আহ্বান আসিবে যখন, সে কথা কেমনে করিব গোপন?
তব আহ্বান আসিবে যখন, সে কথা কেমনে করিব গোপন?
সকল বাক্যে সকল কর্মে প্রকাশিবে তব আরাধনা

সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না

যত মান আমি পেয়েছি যে কাজে সে দিন সকলই যাবে দূরে
শুধু তব মান দেহে মনে মোর বাজিয়া উঠিবে এক সুরে
যত মান আমি পেয়েছি যে কাজে সে দিন সকলই যাবে দূরে
শুধু তব মান দেহে মনে মোর বাজিয়া উঠিবে এক সুরে

পথের পথিক সেও দেখে যাবে, তোমার বারতা মোর মুখভাবে
পথের পথিক সেও দেখে যাবে, তোমার বারতা মোর মুখভাবে
ভবসংসারবাতায়নতলে বসে রব যবে আনমনা

সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না
সবারে ডাকিয়া কহিব যে দিন, পাব তব পদরেণুকণা
সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link