Darao Mon Anonto

দাঁড়াও মন, অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে আনন্দসভাভবনে আজ
দাঁড়াও মন, অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে আনন্দসভাভবনে আজ
দাঁড়াও মন, অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে

বিপুলমহিমাময়, গগনে মহাসনে
বিপুলমহিমাময়, গগনে মহাসনে বিরাজ করে বিশ্বরাজ

দাঁড়াও মন, অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে

সিন্ধু শৈল তটিনী মহারণ্য জলধরমালা
তপন চন্দ্র তারা গভীর মন্দ্রে গাহিছে শুন গান
সিন্ধু শৈল তটিনী মহারণ্য জলধরমালা
তপন চন্দ্র তারা গভীর মন্দ্রে গাহিছে শুন গান

এই বিশ্বমহোৎসব দেখি মগন হল সুখে কবিচিত্ত
ভুলি গেল সব কাজ

দাঁড়াও মন, অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে আনন্দসভাভবনে আজ
দাঁড়াও মন, অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link