Na Bachabe Amay Jodi

না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে?
না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে?
কিসের তরে এই আয়োজন এমন কলরবে?
না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে?

অগ্নিবাণে তূণ যে ভরা, চরণভরে কাঁপে ধরা
অগ্নিবাণে তূণ যে ভরা, চরণভরে কাঁপে ধরা
জীবনদাতা মেতেছ যে মরণ-মহোৎসবে

না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে?

বক্ষ আমার এমন করে বিদীর্ণ যে করো
উৎস যদি না বাহিরায় হবে কেমনতরো?
বক্ষ আমার এমন করে বিদীর্ণ যে করো
উৎস যদি না বাহিরায় হবে কেমনতরো?

এই-যে আমার ব্যথার খনি
জোগাবে ওই মুকুট-মণি
এই-যে আমার ব্যথার খনি
জোগাবে ওই মুকুট-মণি
মরণদুখে জাগাবে মোর জীবনবল্লভে

না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে?
কিসের তরে এই আয়োজন এমন কলরবে?
না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে?
না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে?



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link