Tahare Ararti Kore

তাঁহারে আরতি করে চন্দ্র তপন
দেব মানব বন্দে চরণ
আসীন সেই বিশ্বশরণ তাঁর জগতমন্দিরে
তাঁরে আরতি করে চন্দ্র তপন

অনাদিকাল অনন্তগগন সেই অসীম-মহিমা-মগন
অনাদিকাল অনন্তগগন সেই অসীম-মহিমা-মগন
তাহে তরঙ্গ উঠে সঘন আনন্দ-নন্দ-নন্দ রে

তাঁরে আরতি করে চন্দ্র তপন

হাতে লয়ে ছয় ঋতুর ডালি, পায়ে দেয় ধরা কুসুম ঢালি
হাতে লয়ে ছয় ঋতুর ডালি, পায়ে দেয় ধরা কুসুম ঢালি
কতই বরণ, কতই গন্ধ, কত গীত, কত ছন্দ রে

তাঁরে আরতি করে চন্দ্র তপন

বিহগগীত গগন ছায়, জলদ গায়, জলধি গায়
মহাপবন হরষে ধায়, গাহে গিরিকন্দরে
বিহগগীত গগন ছায়, জলদ গায়, জলধি গায়
মহাপবন হরষে ধায়, গাহে গিরিকন্দরে

কত কত শত ভকত প্রাণ হেরিছে পুলকে, গাহিছে গান
কত কত শত ভকত প্রাণ হেরিছে পুলকে, গাহিছে গান
পুণ্য কিরণে ফুটিছে প্রেম, টুটিছে মোহবন্ধ রে

তাঁরে আরতি করে চন্দ্র তপন
দেব মানব বন্দে চরণ
আসীন সেই বিশ্বশরণ তাঁর জগতমন্দিরে
তাঁরে আরতি করে চন্দ্র তপন



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link