Amar Jodiei Bela Jai Go Boye

আমার যদি বেলা যায় গো, যায় গো বয়ে
যদি বেলা
জেনো জেনো আমার মন রয়েছে তোমায় লয়ে
যদি বেলা
পথের ধারে আসন পাতি, তোমায় দেবার মালা গাঁথি
জেনো জেনো তাইতে আছি মগন হয়ে
যদি বেলা

চলে গেল যাত্রী সবে নানান পথে কলরবে
চলে গেল যাত্রী সবে নানান পথে কলরবে
আমার চলা এমনি করে আপন হাতে সাজি ভরে
জেনো জেনো আপন মনে গোপন রয়ে

যদি বেলা যায় গো, যায় গো বয়ে
যদি বেলা
জেনো জেনো আমার মন রয়েছে তোমায় লয়ে
যদি বেলা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link