Ayi Bhubanamanamohini

রবীন্দ্র মননে মানসে আমার স্বদেশ

অয়ি ভুবনমনোমোহিনী, মা
অয়ি নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী
জনকজননিজননী
নীলসিন্ধুজল ধৌত চরণতল
অনিলবিকম্পিত-শ্যামল-অঞ্চল
অম্বরচুম্বিতভালহিমাচল
শুভ্রতুষারকিরীটিনী
অয়ি ভুবনমনোমোহিনী

প্রথম প্রভাত উদয় তব গগনে
প্রথম সামরব তব তপোবনে
প্রথম প্রচারিত তব বনভবনে
জ্ঞানধর্ম কত কাব্যকাহিনী
চিরকল্যাণময়ী তুমি ধন্য
দেশবিদেশে বিতরিছ অন্ন
জাহ্নবীযমুনা বিগলিত করুণা
পুণ্যপীষুষস্তন্যবাহিনী
অয়ি ভুবনমনোমোহিনী



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link