Tomari Raagini

তোমারি রাগিনী জীবনকুঞ্জে
বাজে যেন সদা বাজে গো
তোমারি রাগিনী

তোমারি আসন হৃদয়পদ্মে
রাজে যেন সদা রাজে গো

তোমারি রাগিনী জীবনকুঞ্জে
বাজে যেন সদা বাজে গো
তোমারি রাগিনী

তব নন্দনগন্ধমোদিত ফিরি সুন্দর ভুবনে
তব নন্দনগন্ধমোদিত ফিরি সুন্দর ভুবনে
তব পদরেণু মাখি লয়ে তনু
সাজে যেন সদা সাজে গো

তোমারি রাগিনী জীবনকুঞ্জে
বাজে যেন সদা বাজে গো
তোমারি রাগিনী

সব বিদ্বেষ দূরে যায় যেন তব মঙ্গলমন্ত্রে
বিকাশে মাধুরী হৃদয়ে বাহিরে তব সংগীতছন্দে
সব বিদ্বেষ দূরে যায় যেন তব মঙ্গলমন্ত্রে
বিকাশে মাধুরী হৃদয়ে বাহিরে তব সংগীতছন্দে

তব নির্মল নীরব হাস্য দেখি অম্বর ব্যাপিয়া
তব নির্মল নীরব হাস্য দেখি অম্বর ব্যাপিয়া
তব গৌরবে সকল গর্ব
লাজে যেন সদা লাজে গো

তোমারি রাগিণী জীবনকুঞ্জে
বাজে যেন সদা বাজে গো
তোমারি রাগিণী



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link