Ke Dilo Abar

কে দিল আবার আঘাত
আমার দুয়ারে
কে দিল আবার আঘাত
এ নিশীথকালে কে আসি দাঁড়ালে
খুঁজিতে আসিলে কাহারে
কে দিল আবার আঘাত
আমার দুয়ারে
কে দিল আবার আঘাত

বহুকাল হল বসন্তদিন
এসেছিল এক অতিথি নবীন
বহুকাল হল বসন্তদিন
এসেছিল এক অতিথি নবীন
আকুল জীবন করিল মগন
অকূল পুলকপাথারে

কে দিল আবার আঘাত
আমার দুয়ারে
কে দিল আবার আঘাত

আজি এ বরষা নিবিড়তিমির
ঝরোঝরো জল, জীর্ণ কুটীর
বাদলের বায়ে প্রদীপ নিবায়ে
জেগে বসে আছি একা রে

আজি এ বরষা নিবিড়তিমির
ঝরোঝরো জল, জীর্ণ কুটীর
বাদলের বায়ে প্রদীপ নিবায়ে
জেগে বসে আছি একা রে

অতিথি অজানা, তব গীতসুর
লাগিতেছে কানে ভীষণমধুর
অতিথি অজানা, তব গীতসুর
লাগিতেছে কানে ভীষণমধুর
ভাবিতেছি মনে যাব তব সনে
অচেনা অসীম আঁধারে

কে দিল আবার আঘাত
আমার দুয়ারে
কে দিল আবার আঘাত



Credits
Writer(s): Abir Sing, Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link