Valo Theko Priyo

ভালো না থেকেও
ভালো বলতে হয়
কষ্ট লুকিয়ে মুখে
হাসি ফোটাই
ভালো না থেকেও
ভালো বলতে হয়
কষ্ট লুকিয়ে মুখে
হাসি ফোটাই
তোমার স্মৃতিগুলো
আমায় কাঁদায়
তবু আমি করে যাই
অভিনয়

অভিনয়ের থেকে যেন
মৃত্যু শ্রেয়
ভালো থেকো তুমি
ভালো থেকো প্রিয়
অভিনয়ের থেকে যেন
মৃত্যু শ্রেয়
ভালো থেকো তুমি
ভালো থেকো প্রিয়

হাসিগুলো আমার সাথে
করেছে অভিমান
আমার কাছে তাদের যেন
ফিরতে বারণ
কান্নাগুলো বেঁধেছে আজ
তাদের মায়ায়
তবুও তা লুকিয়ে
করি অভিনয়

অভিনয়ের থেকে যেন
মৃত্যু শ্রেয়
ভালো থেকো তুমি
ভালো থেকো প্রিয়
অভিনয়ের থেকে যেন
মৃত্যু শ্রেয়
ভালো থেকো তুমি
ভালো থেকো প্রিয়



Credits
Writer(s): Provat Tonoy
Lyrics powered by www.musixmatch.com

Link