Podochinho Nei

আকাঙ্খারা ঘোঁট পাকাচ্ছে মগজের অন্ধকারে
ছিন্নভিন্ন বাস্তবের সরলতার অভিসারে
কোনো পদচিহ্ন নেই

আমাদের
বিভীষিকা যত
পুষে রাখি বুকে
বেওয়ারিশ ক্ষত

দাবানল কোথাও
নিঃসঙ্গ জ্বলে যায়
আমাদের বাস্তব পোড়ে অলৌকিক সোনালী আভায়

কোনো পদচিহ্ন নেই
বিচ্ছেদের পর, বিভক্তির উপাসনাতেই
রক্তস্রোত ফুটছে
টগবগ টগবগ

আজন্ম সৌর আলিঙ্গন
মিথ্যে আলোতে ঢেকে রেখেছিল
পৃথিবীর সব ধূসর অথবা কালো
শঙ্খচিলেরা পথ ভুলে গিয়ে
প্রিয়তম দু'টো ডানা সঁপে দিয়ে
কোনো মরুঝড় সব সাগরের স্মৃতি কেড়ে নিলো।

আজ তাই দূরাগত শব্দেরা
আকাঙ্খার মতো ভীড় করে আসে
আলোর অভিসারে
নিশ্ছিদ্র এই বুকের অন্ধকারে

তবু এখানে
মানুষের শ্বাসরোধী ভীড়ে নেই
কোথাও কোনো পদচিহ্ণ নেই



Credits
Writer(s): Grizzle Tune
Lyrics powered by www.musixmatch.com

Link