Ayna - Lofi Remix

প্রথম যখন তোকে দেখেছি
মনের মাঝে তোর হাসিটা বেঁধেছি
ছুঁয়ে দেখার ইচ্ছেদের আগমন
রং মাখিয়ে দেহ জুড়ে শিহরণ

তুই ছাড়া মন কাঁদে একলা
তুইহীনা কী করি বুঝি না
তুই ছাড়া মন কাঁদে একলা
তুইহীনা কী করি বুঝি না

তুই চাইলে বল সকাল সাজাই
বৃষ্টি নামাই তোর ইশারায়
মেঠো মেঠো পথে হেঁটে দু'জন
চল রাত নামাই কথায় কথায়

আবার আসবে ভালোবাসার নতুন এক প্রহর
রেখো যতন করে আমায়, করো না গো পর
আবার আসবে ভালোবাসার নতুন এক প্রহর
রেখো যতন করে আমায়, করো না গো পর

আগলে রেখে, আগলে রেখে
আগলে রেখে কাছে টেনে বাসবো ভালো কত না
মন মাঝারে তোর নাম লিখে করবো প্রার্থনা

তুই ছাড়া মন কাঁদে একলা
তুইহীনা কী করি বুঝি না
तेरे बिना माने ना ये मन मेरा
तू ना हो, क्या करे दिल, बता?

তুই চাইলে বল সকাল সাজাই
বৃষ্টি নামাই তোর ইশারায়
মেঠো মেঠো পথে হেঁটে দু'জন
চল রাত নামাই কথায় কথায়

तेरे बिना बावरा ये मन मेरा
तू ना हो, क्या करे दिल, बता?



Credits
Writer(s): Ahmed Shakib, Piran Khan, Tanveer Evan
Lyrics powered by www.musixmatch.com

Link