Chere Jas Na

ভালোবেসে ছোট্ট তারা
ভীতু ভীষণ, দিশেহারা
মেঘলা ঠোঁটে আস্কারা দেয় মন
অল্প আঠায়, ডাকনামে
প্রেম পাঠালাম হলদে খামে
দুপুরের ক্লাসে লুকোচুরি করে মন

ছেড়ে যাস না আমায়
দূরে যাস না আমার
ছেড়ে যাস না আমায়
ভুলে যাস না আমায়

সন্ধ্যের শহর প্রেমে ডুবে যায়
চাঁদে মেঘ জমে এসে গালে চুমু খায়
রূপকথারা মিথ্যে হলে
ভোরের স্বপ্নগুলো গল্প বলে যায়

জমা থাক যত হাসি
তোমার বুকের মলাটে
ছুঁয়ে বল "ভালোবাসি"
ঠোঁটে লালের জমাটে

ছেড়ে যাস না আমায়
দূরে যাস না আমার
ছেড়ে যাস না আমায়
ভুলে যাস না আমায়

চাঁদের সাথে ছোট্ট তারা
ঘুমিয়ে যখন ব্যস্ত পাড়া
বালিশের নিচে আদরে ফোটাই ফুল
মেঘের পালক তুলির টানে
প্রেম পাঠালাম কথায়, গানে
দুপুরের ক্লাসে লুকোচুরি করে মন

ছেড়ে যাস না আমায়
দূরে যাস না আমার
ছেড়ে যাস না আমায়
ভুলে যাস না আমায়



Credits
Writer(s): Rishi Panda, Shreyam Acharya
Lyrics powered by www.musixmatch.com

Link