Megher Chadore Dhaka

মেঘের চাদরে ঢাকা
অপ্রাপ্তির সকল নির্বাসন
হারানো সকল প্রতিক্ষারা
জমা পড়েছে তড়িৎস্রোতে

আড়ালে তার মগ্নধুলিতে
পদচিনহে ক্রমাগত
শিকড় হারিয়ে যাবার ভয়ে
ভীড়ছো তুমি কোলাহলে

আমার সকল আলোমাখা
সকালগুলোতে তুমি
দাঁড়িয়ে একা বিষন্নতার
ঘরে বন্দী রয়েছে স্মৃতি

বৃষ্টির আদরে তুমি
অসংকোচে ছন্দময়
শীতল বাতাশে আকাশ
দিগন্তে হারিয়ে যায়

নিস্তব্দ আগুনের পানি
ছুয়ে যাচ্ছে মাটিকণা
ঠান্ডায় ক্রমশ নিথর শরীর
জড়াজীর্ণ অসহায়

আমার সকল ভালোবাসা
কেন হারালে তুমি
আকাশের মতো বিশাল মনে
তবে দিলে না কেন পদধুলি



Credits
Writer(s): Abdullah Shad
Lyrics powered by www.musixmatch.com

Link