Amader Sheikh Mujib

টুঙ্গিপাড়ার ছোট্ট বালক
কথায় যে তার আলোর ঝলক
যেন ফুলকি হয়ে ওড়ে
দিনে দিনে সেই সে আলো
গ্রাম থেকে গ্রাম ছড়িয়ে গেল
পড়লো সাড়া বাংলা জুড়ে
টুঙ্গিপাড়ার ছোট্ট বালক
কথায় যে তার আলোর ঝলক
যেন ফুলকি হয়ে ওড়ে

আমাদের শেখ মুজিব
আমাদের শেখ মুজিব
আমাদের শেখ মুজিব
আমাদের শেখ মুজিব

একদিনে তো হয় নি নেতা
পথ যে ছিল অন্ধকার
এগিয়ে গেল দামাল ছেলে
ভেঙে যে সব বন্ধ দ্বার
একদিনে তো হয় নি নেতা
পথ যে ছিল অন্ধকার
এগিয়ে গেল দামাল ছেলে
ভেঙে যে সব বন্ধ দ্বার

'৭১ এর সেই সাতই মার্চ
মহান নেতা দিলেন যে ডাক
'৭১ এর সেই সাতই মার্চ
মহান নেতা দিলেন যে ডাক
বীর বাঙালি অস্ত্র ধরো
প্রাণপণে আজ যুদ্ধ করো
বাংলাদেশকে স্বাধীন করো
স্বাধীন করো, স্বাধীন করো

আমাদের শেখ মুজিব
আমাদের শেখ মুজিব
আমাদের শেখ মুজিব
আমাদের শেখ মুজিব

বজ্রকন্ঠে ডাক দিলো সে
ঘরে ঘরে দুর্গ গড়ো
"জয় বাংলা" ধ্বনি তুলে
ওদের ওপর ঝাঁপিয়ে পড়ো
বজ্রকন্ঠে ডাক দিলো সে
ঘরে ঘরে দুর্গ গড়ো
"জয় বাংলা" ধ্বনি তুলে
ওদের ওপর ঝাঁপিয়ে পড়ো

রক্ত যখন ঝড়েছে এতই
আরও রক্ত দেবো লাগুক যতই
রক্ত যখন ঝড়েছে এতই
আরও রক্ত দেবো লাগুক যতই
আঘাত করে দিনে রাতে
সবাই মিলে শক্ত হাতে
মারবো ওদের জলে-ভাতে
জলে-ভাতে, জলে-ভাতে

আমাদের শেখ মুজিব
আমাদের শেখ মুজিব
আমাদের শেখ মুজিব
আমাদের শেখ মুজিব
আমাদের শেখ মুজিব
আমাদের শেখ মুজিব
আমাদের শেখ মুজিব
আমাদের শেখ মুজিব



Credits
Writer(s): Panna Lal Dutta, Suparna Kanti Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link