Jabe Ki Amar Sathe

যাবে কি আমার সাথে?
যেখানে পথ পড়ে একা
দুপুরের রোদে চেনা গল্পগুলোতে
জুড়তো আরেকখানি পাতা

যাবে কি আমার সাথে?
হতো সে পুরোনো কথা
হারিয়ে যাওয়া যে
সে পাখির আওয়াজে
উড়ে যেত হাতে ধরা ছাতা

তোমায় নিলো যে হাওয়া
হারায় তোমার মুখ
সবই থেকে গেল যে গোপনে
হলো না শেষবার সাথে যাওয়া
ধরে এ বাড়ানো হাত
কথা ছিল হারাবো দু'জনে

বলেছি কত কী তোমায় ইশারায়
বুঝেছিলে কি আমার ইচ্ছেটাই?
দূর দেশে যাওয়ার
তোমায় পাশে পাওয়ার

হবো কি আবার একসাথে?
আবার হবে কি দেখা?
আঁকড়ে ধরে রেখেও আজ একে একে
ধুয়ে যায় যা কিছু ছিল লেখা

যাবে কি আমার সাথে?
যেখানে পথ পড়ে একা
বিকেলের রোদে চেনা গল্পগুলোতে
জুড়তো আরেকখানি পাতা

তোমায় নিলো যে হাওয়া
হারায় তোমার মুখ
সবই থেকে গেল যে গোপনে
হলো না শেষবার সাথে যাওয়া
ধরে এ বাড়ানো হাত
কথা ছিল হারাবো দু'জনে

তোমায় নিলো যে হাওয়া
হারায় তোমার মুখ
সবই থেকে গেল যে গোপনে
হলো না শেষবার সাথে যাওয়া
ধরে এ বাড়ানো হাত
কথা ছিল হারাবো দু'জনে



Credits
Writer(s): Rishi Panda
Lyrics powered by www.musixmatch.com

Link