Mon Dubey Jaai

হাতে মন রাখলে, ধূলো প্রেম মাখলে
কথা বাকি থাকলে এক পৃথিবী
চাঁদ যেন গুমসুম, কুয়াশার নেই ঘুম
ঠোঁটে নিয়ে মরশুম ছুঁয়ে দিবি

বল না এখন কোথায় যাবো
কার আগুনে রাত পোহাবো

মন ডুবে যায় মেঘের পাড়ায়
মন ডুবে যায় সন্ধ্যে বেলায়
মন ডুবে যায় মেঘের পাড়ায়
মন ডুবে যায়

তোর চোখে চোখ রেখে দেখি ভোরের আলো
তুই দূরে যাস চলে, লাগে না আর ভালো
আমায় ছেড়ে হারাবি যতই ভীড়ে
ভালোবাসায় আসবি আবার ফিরে

কথা ছিল হবে দেখা
মনের সাথে মনের একা

মন ডুবে যায় মেঘের পাড়ায়
মন ডুবে যায় সন্ধ্যে বেলায়
মন ডুবে যায় মেঘের পাড়ায়
মন ডুবে যায়



Credits
Writer(s): Rajib Chakraborty, Shaan
Lyrics powered by www.musixmatch.com

Link