Tribute to Ayub Bachchu & LRB

ঘুমন্ত শহরে রুপালি রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি-আছি তোমার স্মৃতিতে

ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে
তুমি-আমি একই শহরে

তবুও একাকী ভিন্ন গ্রহে!

রাতের তারার মতো আমার প্রেম
কোনোদিন তুমি বুঝতে পারোনি
এসেছিলে শুধু দিনের আলোতে
কখনো আমায় তাই ভালোবাসোনি

তুমি ভুল করেছ আমায় ভুল বুঝে
আমি ভুল করেছি তোমায় ভালোবেসে
তুমি ভুল করেছ আমায় ভুল বুঝে
আমি ভুল করেছি তোমায় ভালোবেসে

অভিলাষী আমি, অভিমানী তুমি
হাজারো স্বপ্ন নিয়ে, সবকিছু ভুলে গিয়ে
পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে

জানে অন্তর্যামী কে বা আগে পরে
সবাইকে একা করে চলে যাব অন্ধঘরে
এই শহর, গাড়ি-বাড়ি, কিছুই যাবে না

আর কত এভাবে আমাকে কাঁদাবে?
আরও বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে
এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না
আরও বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে

হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা

হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা

বোঝে না কেউ তো চিনল না
খোঁজে না আমার কী ব্যথা
চেনার মতো কেউ চিনল না
এই আমাকে

বোঝে না কেউ তো চিনল না
খোঁজে না আমার কী ব্যথা
চেনার মতো কেউ চিনল না
এই আমাকে

সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যতই আড়ালে রাখো
আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যতই আড়ালে রাখো
আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী
আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুখী
আসলে কেউ সুখী নয়



Credits
Writer(s): Angel Shafik, Ayub Bachchu, Latiful Islam Shibli.
Lyrics powered by www.musixmatch.com

Link