Him Jhore Pore (Original)

হিম ঝরে পড়ে পাতার চাদরে আজ
না বলা কথারা inbox ভরে চুপ করে
আমি স্তব্ধতা খুঁজে নিতে ছুঁতে চাই মরুভূমি
কোলাহল তবু তোকে ডেকে গেছে খুব ভোরে

যা কিছু বলার ছিল আমার শব্দহীন
আমি নিজেই খুঁজিনি তার মানে
তবু জানি আমার এ পাগলামি
তোর মোবাইল ফোনটা জানে

কতবার মেঘ হয়ে ভেসে গেছি জানলায় যদি তুই
একবার ছুঁয়ে দিস নাম ধরে
আমি ঠিক আলো মেখে নেবো
আর এভাবেই গান লিখে যাবো, লিখে যাবো

যা কিছু বলার ছিলো আমার শব্দহীন
আমি নিজেই খুঁজিনি তার মানে
তবু জানি আমার এ পাগলামি
তোর মোবাইল ফোনটা জানে

তিনদিন বৃষ্টিতে হাঁটুজল, কোলকাতা ঝাপসা
তুই please একবার রোদ্দুর বলে দিস
তিনদিন বৃষ্টিতে হাঁটুজল, কোলকাতা ঝাপসা
তুই please একবার রোদ্দুর বলে দিস

আমি ঠিক ডাঙা খুঁজে নেবো
আর এভাবেই গান লিখে যাবো, লিখে যাবো

যা কিছু বলার ছিলো আমার শব্দহীন
আমি নিজেই খুঁজিনি তার মানে
তবু জানি আমার এ পাগলামি
তোর মোবাইল ফোনটা জানে



Credits
Writer(s): Souvik Chakraborty, Upali Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link