Vote Vote

ভোট ভোট ভোট

ডায়ে বায়ে রাজনীতি ঘর মেতে চলছে
দল বদলের নীতি ঘরে ঘরে জমছে
দাদা, দিদি, পিসি, মাসি ঘর বদলাছে
ভোট ভোট ভোট ভোট ভোট ভোট

ডায়ে বায়ে রাজনীতি ঘর মেতে চলছে
দল বদলের নীতি ঘরে ঘরে জমছে
দাদা, দিদি, পিসি, মাসি ঘর বদলাছে
ভোট ভোট ভোট ভোট ভোট ভোট

এদেশের নেতারা মনিষীদের ওপরে
তাদেরই ছবি থাকে সকলে ওপরে

কি বুঝছেন ভাই
ও এদেশের নেতারা মনিষীদের ওপরে
তাদেরই ছবি থাকে সকলে ওপরে
জনগন আমরা মাথা বেঁকচ্ছি
লাইনে দাঁড়িয়ে শুধু ভোট দিয়ে যাচ্ছি

(ভোট ভোট ভোট ভোট ভোট ভোট)
(তাই ভোট ভোট ভোট ভোট ভোট ভোট)

আমরা তো গর্ধব ভোট দিয়ে যাচ্ছি
ফুটবল হয়ে শুধু পায়ে পায়ে ফিরছি

হা হা হা
হো আমরা তো গর্ধব ভোট দিয়ে যাচ্ছি
ফুটবল হয়ে শুধু পায়ে পায়ে ফিরছি
এই scheme সেই scheme ভ্যাবাচ্যাকা খাচ্ছি
বরফটা গলে শুধু কাঠি হয়ে ঝুলছি

(ভোট ভোট ভোট ভোট ভোট ভোট)
(তাই ভোট ভোট ভোট ভোট ভোট ভোট)

সাদা, লাল, গেরুয়া, বিকে নিল বাহারে
শীতেরই রোদ্দুর ঢেকে গেলো বেলা রে

সাদা, নিল, গেরুয়া, বিকে নিল বাহারে
শিতেরই রোদ্দুর ঢেকে গেলো বেলা রে
মনে হয় কি কষ্টে কাটে দিন নেতাদের
ভোট বুঝে ঘোরে ফেরে সাগরে পাহাড়ে

(ভোট ভোট ভোট ভোট ভোট ভোট)
(তাই ভোট ভোট ভোট ভোট ভোট ভোট)

সেঁজেগুজে media-এর সামনে দাঁড়াচ্ছে
প্রলোভন স্বপ্ন আশা দু'হাতে বারাচ্ছে

হো হো হো
সেঁজেগুজে media-এর সামনে দাঁড়াচ্ছে
প্রলোভন স্বপ্ন আশা দু'হাতে বারাচ্ছে
সংসার চালাতে জেরাবারা হচ্ছে
ভোটের পরে সেই নেতারাই সরছে

(ভোট ভোট ভোট ভোট ভোট ভোট)
(তাই ভোট ভোট ভোট ভোট ভোট ভোট)

শুধু এইটুকু কামনা করি
বাঁচবো বাঁচার জন্য



Credits
Writer(s): Raja Nag
Lyrics powered by www.musixmatch.com

Link