Aladin

রেলিংয়ের ধার ঘেঁষে আলাদিন প্রদীপ সাজায়
পুড়েছে নরম তাপে বুনে উল নকশিকাঁথায়
রেলিংয়ের ধার ঘেঁষে আলাদিন প্রদীপ সাজায়
পুড়েছে নরম তাপে বুনে উল নকশিকাঁথায়
পাশমিনা স্বপ্নেরা উঠোনের কলপাড়ে এসে
শ্যাওলা জমানো মেঘে বৃষ্টির গল্প শোনায়

আতরের ঘুমে মেশা মুখেরই মিছিল
চেনা অন্ত্যমিল খুঁজে ফেরে
স্বপ্নেরই ফেরিওয়ালার জাদু ঘরেরই
আলো-আঁধারি করিডোরে

আধশোয়া শরীরটা জিনগত বাতিক ভোলায়
পুড়েছে নরম তাপে বুনে উল নকশিকাঁথায়

সোনার কাঠি ছোঁয়ানো তার রূপকথারই দেশে
দেওয়াললিপির ছেঁড়া পাতার নীরবতারই শেষে
সোনার কাঠি ছোঁয়ানো তার রূপকথারই দেশে
দেওয়াললিপির ছেঁড়া পাতার নীরবতারই শেষে

পুরোনো ringtone-এ বাঁধা পিছুটানের
প্রদীপের আগুনেরই নেশা আলাদিনের



Credits
Writer(s): Niladri Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link