Swapno Ghumer Deshe

মন আমার উড়ু উড়ু, স্বপ্ন ঘুমের দেশে
তোর আদরে উঠলো জেগে আলতো করে হেসে
তোর কাঁধে রেখে মাথা, হাতে রেখে হাত
কথা ছিলো বাসবো ভালো তোকে সারারাত

তবে আজ কেন করলি এমন বল
মন ভোলানো মিথ্যে কথা বললি অনর্গল

তোকে আজ ভুলে যাই কেমন করে বল
তোকে ছাড়া থমকে থেমে জীবনও অচল

তোর হালকা হাসিমুখে ধোঁয়া মনের আঙ্গিনায়
আবছা হয়ে হয়তো আছি মিথ্যে বাহানায়
কাল-পরশু তোর সাথে দেখা হবে না
তোর গন্ধের নেশায় আমার নতুন ঠিকানা

তবে আজ কেন করলি এমন বল
মন ভোলানো মিথ্যে কথা বললি অনর্গল

তোকে আজ ভুলে যাই কেমন করে বল
তোকে ছাড়া থমকে থেমে জীবনও অচল

তোর গল্প বলা বিকেলে পলাশ গাছের ছায়
একলা বসে কাঁদছি তোকে ভালোবাসার দায়
চোখের জলের হিসেব গুনে তোর চিঠির পাতা
তোর স্বপ্নের মায়াজালে পেয়েছি ব্যথা

তবে আজ কেন করলি এমন বল
মন ভোলানো মিথ্যে কথা বললি অনর্গল

তোকে আজ ভুলে যাই কেমন করে বল
তোকে ছাড়া থমকে থেমে জীবনও অচল

মন আমার উড়ু উড়ু, স্বপ্ন ঘুমের দেশে
তোর আদরে উঠলো জেগে আলতো করে হেসে
তোর কাঁধে রেখে মাথা, হাতে রেখে হাত
কথা ছিলো বাসবো ভালো তোকে সারারাত

তবে আজ কেন করলি এমন বল
মন ভোলানো মিথ্যে কথা বললি অনর্গল

তোকে আজ ভুলে যাই কেমন করে বল
তোকে ছাড়া থমকে থেমে জীবনও অচল
তোকে আজ ভুলে যাই কেমন করে বল
তোকে ছাড়া থমকে থেমে জীবনও অচল



Credits
Writer(s): Shamik Guha Roy
Lyrics powered by www.musixmatch.com

Link