Tomar Baari Jaabo

এই অন্ধকার রজনী

এই অন্ধকার রজনী
পেরিয়ে সব্বার প্রথমে
তোমার কাছে যাবো

হসন্ত-ভেদে বসন্ত নামে

হসন্ত-ভেদে বসন্ত নামে
নিয়ে বৃষ্টি মাথায় করে
তোমার বাড়ি যাবো

এই অন্ধকার রজনী
পেরিয়ে সব্বার প্রথমে
তোমার কাছে যাবো

এ সময় রেখে যাক
আগামীর নিঃশ্বাসে অটুট বিশ্বাস
এ সময়

এ সময় যতই অসহায়, নিরুপায়
তবু অনুভবে রেখে যাক
অপরিসীম প্রত্যয়

দেখা হবে
দেখা হলে কথা হবে
কাল দেখা হবে
দেখা হলে কথা হবে

এই অন্ধকার রজনী
পেরিয়ে সব্বার প্রথমে
তোমার কাছে যাবো



Credits
Writer(s): Sourav Saha
Lyrics powered by www.musixmatch.com

Link