Jaatra

পৃথিবীর শেষ সীমান্তে
অজানা কোনো মায়ায়
জাগ্রত অনুভূতির দেয়ালে
মিশে থাকি আমরা
সংগ্রামের সবকটা দিনের শেষে
অদেখা কোন ছায়ায়
নিভৃত আমাদের অন্তহীন
ধূসর এ যাত্রা

পৃথিবীর শেষ সীমান্তে
অজানা কোনো মায়ায়
জাগ্রত অনুভূতির দেয়ালে
মিশে থাকি আমরা
সংগ্রামের সবকটা দিনের শেষে
অদেখা কোন ছায়ায়
নিভৃত আমাদের অন্তহীন
ধূসর এ যাত্রা

আমাদের এগিয়ে যাওয়া
কথা কবে শেষ হবে?
আবার এসে ফিরে যাবে
তবু কেন এই হাহাকার?
তবু কেন এই চিৎকার?
ফিরে দেখি নিরবতাই অহংকার

শিহরিত অদেখা কোনো শহর
ভেঙে পড়া সমাধি
বিস্তৃত এ নির্বাসন এখানে
তবু কেন পরাধীন?
বিবেকের নিঃশ্বাস হারানোর উচ্ছ্বাসে
ছায়াপথে পৃথিবী
তবুও আমাদের অন্তহীন
ধূসর এ যাত্রা

আমাদের এগিয়ে যাওয়া
কথা কবে শেষ হবে?
আবার এসে ফিরে যাবে
তবু কেন এই হাহাকার?
তবু কেন এই চিৎকার?
ফিরে দেখি নিরবতাই অহংকার

কথা কবে শেষ হবে?
নিহত স্বপ্ন
আবার এসে ফিরে যাবে
নিহত স্বপ্ন

পৃথিবীর শেষ সীমান্তে
অজানা কোনো মায়ায়
জাগ্রত অনুভূতির দেয়ালে
মিশে থাকি আমরা
কথা কবে শেষ হবে?
নিহত স্বপ্ন

আবার এসে ফিরে যাবে
নিহত স্বপ্ন
কথা কবে শেষ হবে?
নিহত স্বপ্ন
আবার এসে ফিরে যাবে
কত প্রশ্ন



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link