Ki Pai Ni

কী পাই নি
তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি
কী পাই নি
আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি
কী পাই নি
ভালোবেসেছিনু এই ধরণীরে, ভালোবেসেছিনু
ভালোবেসেছিনু এই ধরণীরে, ভালোবেসেছিনু
সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে
কত বসন্তে দখিনসমীরে ভরেছে আমারি সাজি
কী পাই নি

নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে
বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে, সাধনা
মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কে বা করে হাহাকার
মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কে বা করে হাহাকার
সুর তবু লেগেছিল বারে বার, মনে পড়ে তাই আজি

কী পাই নি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link