Mondire Jaini

মন্দিরে যাইনি, কোনো গান গাইনি
তবুও পেয়েছি তোমায়
শুধু তোমারই নামের মহিমায়
মন্দিরে যাইনি, কোনো গান গাইনি
তবুও পেয়েছি তোমায়
শুধু তোমারই নামের মহিমায়

নিশিদিন লোকনাথ উচ্চারণে
তোমার মূর্তি দেখি মনের কোণে
নিশিদিন লোকনাথ উচ্চারণে
তোমার মূর্তি দেখি মনের কোণে
ভাস্বর স্বর্গীয় আলোর ছোঁয়ায়

শুধু তোমায় পেয়েছি বলে
পেয়েছি তোমায়
তোমারই নামের মহিমায়

মন্দিরে যাইনি, কোনো গান গাইনি
তবুও পেয়েছি তোমায়
শুধু তোমারই নামের মহিমায়

বিপদে রক্ষা পাই তোমার নামে
হৃদয়ে শক্তি পাই তোমার নামে
বিপদে রক্ষা পাই তোমার নামে
হৃদয়ে শক্তি পাই তোমার নামে

আমার অহংকার সে তোমার সে নাম
আমার অলংকার সে তোমার নাম
আমার অহংকার সে তোমার সে নাম
আমার অলংকার সে তোমার নাম
ভরে যায় অন্তর ভক্তি সুধায়

শুধু তোমায় পেয়েছি বলে
পেয়েছি তোমায়
তোমারই নামের মহিমায়

মন্দিরে যাইনি, কোনো গান গাইনি
তবুও পেয়েছি তোমায়
শুধু তোমারই নামের মহিমায়
মন্দিরে যাইনি, কোনো গান গাইনি
তবুও পেয়েছি তোমায়
শুধু তোমারই নামের মহিমায়

তোমারই নামের মহিমায়
তোমারই নামের মহিমায়



Credits
Writer(s): Traditional, Rabi Dev
Lyrics powered by www.musixmatch.com

Link