Na Thaka Jure

কিছু অক্ষর ছিল এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম
মুঠো হতে সরিয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম

তোমারই আলোতে তোমারই ভালোতে জেগে
আছি আমি
আমারই গোপনে
আমারই স্বপনে তুমি

তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও
তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও
তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও
তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও

কিছু অক্ষর ছিল এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম
মুঠো হতে সরিয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম

চোখের ভেতরে থেকে রাত জাগা ঘুম
বেরিয়ে পড়েছে আজ বেমালুম
খুঁজেছে তোমাকে রাতের তারা
এলো তোমাকে পাওয়ার মৌসুম

তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও
তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও
তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও
তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও

কিছু অক্ষর ছিল এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম
মুঠো হতে সরিয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম

শাড়ির আঁচল দিলো ঘোরে লাগা দিন
কারণে-বারণে হয় অমলিন
বুঝেছে তোমাকে অবুঝ ছেলে
তোমাকে নিয়ে হল সে রঙিন

তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও
তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও
তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও
তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও



Credits
Writer(s): Sajid Sarker
Lyrics powered by www.musixmatch.com

Link