Onno Abaran

আমি যে শূন্য খাতায় কবিতা লিখবো
যেখানে কালির আঁচড় নেই ক্ষতবিক্ষত হৃদয়ের
আমি নিঃশব্দ অনুভবে ভালোবাসা জানাবো
অন্য মানুষের মতো পাশ কেটে চলে যাবো
তবুও বলবো না
"ভালোবাসি"

আমাকে বুঝতে না পারার অশান্ত সব কষ্ট নিয়ে
যাযাবরের মতো যেদিন পথের ধূলিতে পা বাড়াবো
তুমি অশ্রু মুছে দিয়ে আবেগি পরশে একবার শুধু বলবে
"ভালোবাসি"

আমি হৃদয়ের মাটিতে বোনা স্বাদের পুড়িয়ে অনন্ত আলো ছড়াবো
তোমার প্রদীপ নেভা পথে
তুমি চলে যেও, চলে যেও নতুন কোনো সুখের সন্ধানে



Credits
Writer(s): Sabbir H. Howlader
Lyrics powered by www.musixmatch.com

Link