Tomake Chere Ami Ki Ney Thakbo

তোমাকে ছেড়ে আমি
কী নিয়ে থাকব?
ভালোবেসে যাব ওগো
যত দিন বাঁচব
হেসোনা হেসোনা তুমি
জেনে রাখো তা
বলেতো দিয়েছি হৃদয়ের কথা

তোমাকে ছেড়ে আমি
কী নিয়ে থাকব?
ভালোবেসে যাব ওগো
যত দিন বাঁচব
হেসোনা হেসোনা তুমি
জেনে রাখো তা
বলে তো দিয়েছি হৃদয়েব় কথা

চাঁদেরও আলো দিয়ে
মুখ খানি দেখব
পেয়ো নাকো লজ্জা
খুব কাছে রাখব

চাঁদেব়ও আলো দিয়ে
মুখ খানি দেখব
পেয়ো নাকো লজ্জা
খুব কাছে ব়াখব

না না এভাবে বলো না গো
করো না বারণ
লাজ টুকু কেড়ে নিলে
হবে যে মরণ
সইতে পারব না হারানোর ব্যাথা
বলে তো দিয়েছি হৃদয়ের কথা

টিপ টিপ বৃষ্টিতে
কি যে ভালো লাগছে
হৃদয়ের কথাগুলি
শীষ দিয়ে ডাকছে

টিপ টিপ বৃষ্টিতে
কি যে ভালো লাগছে
হৃদয়েব় কথাগুলি
শীষ দিয়ে ডাকছে

এমন সুখ তুমি
দিলে গো আমায়
কেড়ে নিতে পারবে না
মরণও তোমায়
শেষ করে দিয়ে আজ সব নিরবতা
বলে তো দিয়েছি হৃদয়ের কথা

তোমাকে ছেড়ে আমি
কী নিয়ে থাকব?
ভালোবেসে যাব ওগো
যত দিন বাঁচব
হেসোনা হেসো না তুমি
জেনে ব়াখো তা
বলেতো দিয়েছি হৃদয়ের কথা



Credits
Writer(s): Ahmed Imtiaz Bulbul
Lyrics powered by www.musixmatch.com

Link