Valobasar Manus Shuk Dilo Na

মনের মানুষ মন দিলো না
পর মানুষ কি দিবে মন
ও, মনের মানুষ মন দিলো না
পর মানুষ কি দিবে মন
আমি শুধু ভালোবেসে
দুঃখ পাইলাম আজীবন
আমি শুধু ভালোবেসে
দুঃখ পাইলাম আজীবন
আমি শুধু ভালোবেসে
দুঃখ পাইলাম আজীবন

সুখের আশায় আমি যারে
দিয়েছিলাম মনপ্রাণ
অন্তরটারে চিরে সে যে
কলিজাতে মারলো টান
ও, সুখের আশায় আমি যারে
দিয়েছিলাম মনপ্রাণ
অন্তরটারে চিরে সে যে
কলিজাতে মারলো টান
তার লাগিয়া আজও আমি
কেন্দে ভাসাই দুই নয়ন

আমি শুধু ভালোবেসে
দুঃখ পাইলাম আজীবন
আমি শুধু ভালোবেসে
দুঃখ পাইলাম আজীবন
আমি শুধু ভালোবেসে
দুঃখ পাইলাম আজীবন



Credits
Writer(s): Raj Kamal
Lyrics powered by www.musixmatch.com

Link