Shyam Onge Rai

ও কী রূপ দেখে নয়ন মুদিয়া লো

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া
ও কী রূপ দেখে নয়ন মুদিয়া লো
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া

ওই কানা বাঁশি করে গান
আর রাধা রাধা বলে নাম
ওই কানা বাঁশি করে গান
আর রাধা রাধা বলে নাম
রাধা বলে কিবা নাম
কে গাহে অন্তরে গো

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া

ঐ শ্যামের হাতে মোহন বাঁশি
আর রাধার মাথায় বিনোদ-বেণী
ঐ শ্যামের হাতে মোহন বাঁশি
আর রাধার মাথায় বিনোদ-বেণী
দেখিয়া রাই নয়নখানি
কী হলো আজ কানুর গো

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া

এই এ কী ভাব এই বৃন্দাবনে
দেখি নাই ভাই ত্রিভূবনে
এই এ কী ভাব এই বৃন্দাবনে
দেখি নাই ভাই ত্রিভূবনে
হংস কয় সদানন্দের
চরণ রেখো মাথে গো

আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া
ও কী রূপ দেখে নয়ন মুদিয়া লো
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া



Credits
Writer(s): Parvathy Das Baul
Lyrics powered by www.musixmatch.com

Link