Ogo Bideshini

ওগো বিদেশিনী
তোমার চেরি ফুল দাও
আমার শিউলি নাও
দু'জনে প্রেমে হই ঋণী

ওগো বিদেশিনী
তোমার চেরি ফুল দাও
আমার শিউলি নাও
দু'জনে প্রেমে হই ঋণী

দু'টি মনের একটি আশা
তারই নাম ভালোবাসা
ও দু'টি মনের একটি আশা
তারই নাম ভালোবাসা

কেন বোঝো না, ওগো নীলনয়না
তুমি আমার মনোহারিণী

ওগো বিদেশিনী
তোমার চেরি ফুল দাও
আমার শিউলি নাও
দু'জনে প্রেমে হই ঋণী

ওগো বিদেশিনী
তোমার চেরি ফুল দাও
আমার শিউলি নাও
দু'জনে প্রেমে হই ঋণী

কিছুদিনের একটু স্মৃতি
অনুরাগ, অনুভূতি
কিছুদিনের একটু স্মৃতি
অনুরাগ, অনুভূতি

ভুলে যেও না, ওগো মৌ ললনা
অভিসারের এই কাহিনী

ওগো বিদেশিনী
তোমার চেরি ফুল দাও
আমার শিউলি নাও
দু'জনে প্রেমে হই ঋণী

ওগো বিদেশিনী
তোমার চেরি ফুল দাও
আমার শিউলি নাও
দু'জনে প্রেমে হই ঋণী



Credits
Writer(s): Moniruzzaman Monir
Lyrics powered by www.musixmatch.com

Link