Tumi Amar Shudhu - Original Motion Picture Soundtrack

তুমি আমার, শুধু আমারই
আমি তোমার, শুধু তোমারই
তুমি আমার, শুধু আমারই
আমি তোমার, শুধু তোমারই
এই দুনিয়ায় তুমি ছাড়া
বোঝে না কিছু মন
তুমি এমনই আপনজন
তুমি এমনই আপনজন

তুমি আমার, শুধু আমারই
আমি তোমার, শুধু তোমারই

সারাটি জীবন থেকো তুমি আমারই বুকের মাঝে
পাই যেন গো তোমাকে কাছে সকাল দুপুর সাঁঝে
সারাটি জীবন থেকো তুমি আমারই বুকের মাঝে
পাই যেন গো তোমাকে কাছে সকাল দুপুর সাঁঝে
ছায়ার মতন পাশে তুমি থেকো গো সারাক্ষণ
তুমি এমনই আপনজন
তুমি এমনই আপনজন

তুমি আমার, শুধু আমারই
আমি তোমার, শুধু তোমারই

তোমার অন্তরে বন্ধু আমি, আমার অন্তরে তুমি
তুমি ছাড়া জীবন আমার ধু ধু মরুভূমি
তোমার অন্তরে বন্ধু আমি, আমার অন্তরে তুমি
তুমি ছাড়া জীবন আমার ধু ধু মরুভূমি
তোমারই প্রেম-ভালোবাসা জীবনে প্রয়োজন
তুমি এমনই আপনজন
তুমি এমনই আপনজন

তুমি আমার, শুধু আমারই
আমি তোমার, শুধু তোমারই
তুমি আমার, শুধু আমারই
আমি তোমার, শুধু তোমারই
এই দুনিয়ায় তুমি ছাড়া
বোঝে না কিছু মন
তুমি এমনই আপনজন
তুমি এমনই আপনজন



Credits
Writer(s): Ahmed Imtiaz Bulbul
Lyrics powered by www.musixmatch.com

Link