Beche Thakar Jonne

বেঁচে থাকার জন্যে
দু'হাত রাখার জন্যে
অভিমানের জন্যে
কেউ একজন লাগে

বেঁচে থাকার জন্যে
দু'হাত রাখার জন্যে
অভিমানের জন্যে
কেউ একজন লাগে

ধরে রাখার কেউ নেই
মনে করার কেউ নেই
মাঝে মাঝে তাই ভীষণ একা লাগে

বেঁচে থাকার জন্যে
দু'হাত রাখার জন্যে
অভিমানের জন্যে
কেউ একজন লাগে

একলা জীবন সত্যি অনেক কঠিন
চাই আমিও থাকি কারো অধীন
একলা জীবন সত্যি অনেক কঠিন
চাই আমিও থাকি কারো অধীন

মন কে বোঝার জন্যে
ভালো থাকার জন্যে
কেউ একজন লাগে

বেঁচে থাকার জন্যে
দু'হাত রাখার জন্যে
অভিমানের জন্যে
কেউ একজন লাগে

প্রয়োজনে খুলে বলি কাকে?
ইচ্ছেগুলো ইচ্ছেই হয়ে থাকে
প্রয়োজনে খুলে বলি কাকে?
ইচ্ছেগুলো ইচ্ছেই হয়ে থাকে

বুঝে নেওয়ার জন্যে
অনুভবের জন্যে
কেউ একজন লাগে

বেঁচে থাকার জন্যে
দু'হাত রাখার জন্যে
অভিমানের জন্যে
কেউ একজন লাগে

ধরে রাখার কেউ নেই
মনে করার কেউ নেই
মাঝে মাঝে তাই ভীষণ একা লাগে

বেঁচে থাকার জন্যে
দু'হাত রাখার জন্যে
অভিমানের জন্যে
কেউ একজন লাগে



Credits
Writer(s): Belal Khan, Zulfiqer Russell
Lyrics powered by www.musixmatch.com

Link